× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইএমও নির্বাচন

স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন চাইলেন নৌপরিবহন উপদেষ্টা

জারিন বিনতে জসিম

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮ পিএম

ছবি:সংগৃহীত।

বাংলাদেশ ২০২৪-২৫ মেয়াদে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে পুনরায় একই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এই নির্বাচনে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সমর্থন কামনা করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় উপদেষ্টা আইএমও’র সদস্য রাষ্ট্রসমূহের মেরিটাইম সেক্টরের উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

নরওয়ের রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং নরওয়ের পক্ষ থেকেও আইএমও নির্বাচনে সমর্থন প্রত্যাশা করেন। জবাবে উপদেষ্টা জানান, নরওয়ের প্রতিও বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শিপিং সেক্টরে কার্বন নিঃসরণ কমাতে আইএমও’র নেট জিরো ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে নৌপরিবহন উপদেষ্টা জানান, বাংলাদেশ ইতোমধ্যেই আইএমও কনভেনশন বাস্তবায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটালাইজেশন এবং সমুদ্র দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মেরিটাইম সেক্টর কার্বনমুক্ত করতে বন্দরগুলোতে অটোমেশন ও আধুনিক প্রযুক্তি চালু করা হচ্ছে। জাইকার সহযোগিতায় ন্যাশনাল পোর্টস স্ট্রাটেজি প্রণয়ন চলছে। মোংলা বন্দরসহ অন্যান্য বন্দর ধাপে ধাপে গ্রীন পোর্টে রূপান্তর করা হচ্ছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে চীন থেকে দ্বৈত জ্বালানিচালিত দুটি জাহাজ সংগ্রহ করছে এবং আরও তিনটি আধুনিক পরিবেশবান্ধব জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

প্লাস্টিকের ব্যবহার রোধে সরকারের অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে বাংলাদেশ পরিবেশগত, পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করার জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে নরওয়েসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা কামনা করেন তিনি।

এছাড়া বাংলাদেশের মেধাবী মেরিনার ও প্রকৌশলীদের নরওয়ের মেরিন ইনস্টিটিউটে উন্নত প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান উপদেষ্টা। পাশাপাশি জীবাশ্ম জ্বালানিচালিত মেরিন ইঞ্জিন বা যন্ত্রাংশ উৎপাদন বন্ধে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, শিপ রিসাইক্লিং শিল্পে নরওয়ে ধারাবাহিকভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে। এ শিল্পে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতেও নরওয়ে পাশে থাকবে।

নৌপরিবহন উপদেষ্টা শেষে টেকসই সামুদ্রিক উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আইএমও’র কার্বনমুক্ত ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা জানান।সাক্ষাৎকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.