পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা-কর্মচারীর গণছুটিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী গণছুটিতে যাওয়া এই কর্মকর্তারা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পদক্ষেপ নিচ্ছেন।
তিনি বলেন, “সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে যে, পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে বিরত রয়েছেন। এটি অত্যন্ত গুরুতর বিষয়।”
উপদেষ্টা আরও বলেন, যারা সরকারের আহ্বান সত্ত্বেও কাজে ফিরে আসবেন না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকার চায়, সমস্যা সমাধানে আলোচনার পথ খোলা থাকুক।
উল্লেখ্য, সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকটি অঞ্চলের একাধিক কর্মকর্তা ও কর্মচারী হঠাৎ গণছুটিতে চলে যাওয়ায় বিদ্যুৎ বিতরণে বিঘ্ন ঘটে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর থেকেই এ নিয়ে তদন্ত শুরু হয়।