× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাসপাতালে ভর্তি ৫৮৬

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু

তালুকদার রাসেল

১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৯ পিএম

ছবি:সংগৃহীত।

মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বাধিক ১৪৪ জন। এছাড়া ঢাকা দক্ষিণে ভর্তি হয়েছেন ১০৩ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১০৪ জন, বরিশালে ১০৯ জন, চট্টগ্রামে ৫৮ জন, রাজশাহীতে ৪৪ জন, ময়মনসিংহে ১২ জন, রংপুরে ১০ জন এবং সিলেটে দুইজন।

এদিকে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৮২ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ২ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে ৩৪ হাজার ৭৪৫ জন ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডেঙ্গুর ইতিহাসে দেশে এক বছরে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে—৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর আগে ২০১৯ সালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন এবং ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.