দেশে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে জরুরি বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশের চেষ্টা করছে— এমন তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত তিন মাসে বিজিবির অভিযানে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
শরীফুল ইসলাম আরও বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি গোয়েন্দা কার্যক্রম ও অভিযান বাড়িয়েছে।
অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তা করতে ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে (টোল ফ্রি) যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি।