× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাকসু নির্বাচনে নিরাপত্তায় থাকবে ২ হাজার পুলিশ

ডেস্ক রিপোর্ট।

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় আরএমপি কমিশনার বলেন, আমরা এখন আমাদের গোয়েন্দা টিমসহ ইন্টেলিজেন্সির কাজ করছি। এখানকার পরিস্থিতিগুলো এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা দেখছি। আমাদের ফুল ইনফ্লুয়েন্স হবে নির্বাচনের আগের দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়টা অনেক বড় এজন্য সেন্ট্রাল কেন্দ্রিক একটা নিরাপত্তা বলয় তৈরি করবো। তারপরে বাইরে নিরাপত্তা জোরদার করবো। নিরাপত্তা পরিকল্পনা করার জন্য আগে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আমরা ঘুরে দেখছি।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের সঙ্গে বসবো। এরপর নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী ভোটগণনা কোথায় হবে এই জায়গাটা আমরা দেখবো এবং কোন জায়গায় কি ধরনের নিরাপত্তা দরকার এটা ঠিক করবো। সব মিলিয়ে আমাদের সর্বোচ্চ ২ হাজার সদস্য থাকবে। যেহেতু বড় বিশ্ববিদ্যালয়, এখানে তিন স্তরের নিরাপত্তা থাকবে। পুলিশের বাইরেও আমাদের অন্যান্য এজেন্সি এখানে কাজ করবে।

রাকসু নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, আমাদের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। এই বিপুল ভোটারদের জন্য ৯টি অ্যাকাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া ভোটগ্রহণের জন্য মোট ৯৯০টি বুথ থাকবে। আমরা আশা করছি, এই ব্যবস্থায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ভোট শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। উল্লেখ্য, ভোট গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। নারী ভোটার ১১ হাজার ৩০৫, পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬। রাকসু ও সিনেট মিলে প্রার্থী রয়েছে ৩০৬ জন। হল সংসদে প্রার্থী ৬০০ জন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ৪২ জন প্রার্থী।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.