প্রবাসী ভোটাররা কীভাবে ভোট দেবেন সে বিষয়ে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি সচিব জানান, প্রবাসী ভোটারদের বাংলাদেশি যে এনআইডি কার্ডের ঠিকানা আছে এবং প্রবাসে যে ঠিকানা সেটি নির্বাচন কমিশনকে দিতে হবে। এর পর ওই ঠিকানায় খামে করে ব্যালট পেপার পোস্ট করা হবে। মোট তিনটি খামের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ এটা তাদের কাছে পৌঁছাবে। একটি বড় খামের মধ্যে আরও দুটি খাম থাকবে। ওই ব্যালটে প্রার্থীদের নাম থাকবে না, শুধু প্রতীক থাকেবে। এরপর টিক চিহ্ন দিয়ে তারা ভোট দেবেন। এরপর পাশের কোনো পোস্ট বক্সে তারা খামের ভেতর তাদের যে খাম পাঠানো হয়েছে, সেই খামে করে তারা ফেরত পাঠাবেন। ওই খামটি ভোট গণনার আগেই পৌঁছাবে।
প্রবাসীরা যদি সে সময়ে বাংলাদেশে থাকেন, তাবে তারা দেশে ভোট দিতে পারবেন না বলেও জানান ইসি সচিব।
রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন কমিশনের ডাকা আসন্ন সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কি না সেটা নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে বলে এ সময় জানান ইসি সচিব।
তিনি বলেন, ‘কোনো একটা রাজনৈতিক দলকে ডাকা হবে কি না আমার মনে হয়, এই প্রশ্নটা প্রিম্যাচিউর। কারণ, আমি বলেছি সংলাপের বিষয়টি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমি তো কমিশনের মেম্বার না। কাজেই আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, তবে আমি বলবো, এটা আমার জন্য খুবই বিব্রতকর। আগামী রোববার বা সোমবার কমিশন মিটিং করবে, সেখানে এই সিদ্ধান্ত হবে।
আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের বৈঠকে নতুন দলের নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।