× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত কয়েকজন সাবেক নেতা ও কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নেতাকর্মীরা রাজধানীতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টার দিকে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বহিষ্কৃত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া আলম পিন্টু, তাঁর ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকার পরিবর্তনের পর থেকে এ তিনজন আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিএনপির নাম ব্যবহার করে তারা অবৈধভাবে চাঁদা আদায়, মসজিদের জমি দখল, সরকারি খাস জমি দখল ও বালুমহাল নিয়ন্ত্রণ করছেন। পৌর এলাকায় একাধিক জায়গার ইজারা থাকা সত্ত্বেও জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, জাকারিয়া পিন্টু ও মেহেদী হাসানের বিরুদ্ধে মোট ৬৭টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬টি হত্যা মামলাসহ রয়েছে অপহরণ, ধর্ষণ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, ডাকাতি এবং চাঁদাবাজি সংক্রান্ত মামলা। বেশির ভাগ মামলা ঈশ্বরদী ও নাটোরের লালপুর থানায় দায়ের হয়েছে। মামলা থাকলেও তারা প্রকাশ্যে অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।

এক ভুক্তভোগী বলেন, গত ১৯ জুলাই ভোরে দেশি ও বিদেশি অস্ত্রধারী ১০–১২ জন সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায় এবং হত্যা হুমকিও দেয়। তিনি আতঙ্কিত কণ্ঠে জানান, আজ সংবাদ সম্মেলনের পরে কি আমি বাড়ি ফিরতে পারব কি না, জানি না।

অন্য এক ব্যক্তি জানান, ২০ দিন আগে জাকারিয়া পিন্টুর নির্দেশে তাকে প্রকাশ্যে মারধর করা হয়। তিনি বলেন, বিএনপি নেতাদের কারণে আমাদের জীবন ও জীবিকা ধ্বংসের পথে। আরও একজন ভুক্তভোগী বলেন, পিন্টুর ম্যানেজাররা তাদের ওপর নৃশংসতা চালাচ্ছে এবং ঈশ্বরদীতে সন্ত্রাসী কার্যক্রমের জাল বিস্তার করেছেন।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এ তিনজনের কর্মকাণ্ডের কারণে বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতা ও কর্মী মানবেতর জীবন যাপন করছেন। প্রতিবাদ বা অভিযোগ করলে হামলা এবং প্রাণনাশের হুমকির মুখোমুখি হতে হচ্ছে। ভুক্তভোগীরা জানান, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাই তারা কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও যুবদল কর্মী সোহেল রানা, যুবদল কর্মী শামীনূর রহমান, স্বেচ্ছাসেবক দলের কর্মী রাব্বী হোসেন, যুবদল কর্মী শাহীন সরদার, ছাত্রদল কর্মী হৃদয় হোসেন জীত, বিএনপির সারা ইউনিয়ন সহসভাপতি চাঁদ আলী ফকির, এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.