× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবৈধ ওষুধ-প্রসাধনী বিক্রি, ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।

২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

আমদানি নিষিদ্ধ, লাগেজে করে আনা অবৈধ যৌন উত্তেজক ওষুধ, আমদানিকারক ছাড়া অবৈধ প্রক্রিয়ায় নিয়ে আসা বিভিন্ন প্রসাধনী, শিশুখাদ্য গুঁড়ো দুধ বিক্রি এবং অবৈধভাবে সংরক্ষণ করার অপরাধে রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান-১-এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর।

অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ, প্রসাধনী, শিশুখাদ্য গুঁড়ো দুধ জব্দ করেছে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি তামান্না ফার্মেসির মালিককে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোক্তা স্বার্থবিরোধী এসব কাজ থেকে আগামীতে বিরত থাকবে এমন লিখিত প্রতিশ্রুতি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, তামান্না ফার্মেসি আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে অবৈধ প্রক্রিয়ায় নিয়ে আসা অননুমোদিত যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছিল। এসব ওষুধের কোনো আমদানিকারক নেই, যা বাংলাদেশে বিক্রির কোনো বৈধতা নেই। ফার্মেসির প্রত্যেকটি ড্রয়ারে গোপনে এসব ওষুধ সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছিল। ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রায় ২০ থেকে ২২ প্রকারের যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। এ ছাড়া বিদেশি প্রসাধনী এবং শিশুখাদ্য গুঁড়ো দুধ অবৈধ প্রক্রিয়ায় লাগেজে করে এনে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়।

ভোক্তা স্বার্থবিরোধী এসব অপরাধে তামান্না ফার্মেসিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিপুল পরিমাণ অবৈধ ওষুধ, প্রসাধনী, শিশুখাদ্য গুঁড়ো দুধ জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ গুলশান-১-এ বরিশাল ফার্মেসি, গুলশান ফার্মা এবং তামান্না ফার্মেসিতে তদারকি করা হয়। এই তিনটি ফার্মেসিতে অননুমোদিত, বিদেশ থেকে চোরাই পথে লাগেজ পার্টির মাধ্যমে আনা ওষুধ সংরক্ষণ করা হয়েছে। এসব ওষুধ যে নিরাপদ সে বিষয়ে কোনো সার্টিফিকেট ফার্মেসি কর্তৃপক্ষ দেখাতে পারেননি।

তিনি বলেন, তামান্না ফার্মেসিতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। সাউথ আফ্রিকা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব অবৈধ ওষুধ চোরাই পথে নিয়ে এসে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়া আমদানিকারক ছাড়া বিভিন্ন প্রকার শিশুখাদ্য গুঁড়ো দুধ এবং প্রসাধনী বিক্রির মতো অপরাধ লক্ষ্য করা গেছে।

ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ভোক্তা স্বার্থবিরোধী এসব অপরাধে তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা, বরিশাল ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং গুলশান ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে এবং প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে বন্ধের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.