ছবি: সংগৃহীত।
বাংলাদেশে বর্তমানে (গ্রামীণ ও উপজেলা পর্যায়ে) স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসক সংকটের কারণে। স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১২,৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। যার ফলে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে সরকার অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এর মাধ্যমে প্রায় ২,৭০০ জন এমবিবিএস চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। তবে নিয়োগ প্রক্রিয়া ঘিরে জটিলতা দেখা দিয়েছে।
পরীক্ষায় উত্তীর্ণর সংখ্যা বনাম পদসংখ্যা
সূত্র জানায়, ৪৫তম ও ৪৬তম বিসিএস-এর উত্তীর্ণ প্রার্থীদের অনেকেই আবার ৪৮তম বিশেষ বিসিএস-এও উত্তীর্ণ হয়েছেন। একইসঙ্গে ৪৭তম বিসিএস (স্বাস্থ্য)-এর ফলাফলের প্রার্থীরাও যোগ হয়েছেন। এতে করে একদিকে প্রার্থীর সংখ্যা বেড়েছে, অন্যদিকে একাধিক বিসিএস থেকে একই ব্যক্তির চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় প্রায় ৩,৪৯৩টি পদ ফাঁকা থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
ফলে ৪৮তম বিশেষ বিসিএসের আসল উদ্দেশ্য, অর্থাৎ গ্রামীণ চিকিৎসক সংকট মোকাবিলা কার্যত ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা করছে প্রার্থীরা।
অতিরিক্ত ২০০০ পদ সৃষ্টির দাবি
৪৮তম বিশেষ বিসিএসে অংশগ্রহণকারী ও চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসকদের সংগঠন জানিয়েছে—
গ্রামীণ স্বাস্থ্যসেবা সচল রাখতে অন্তত অতিরিক্ত ২,০০০ পদ সৃষ্টির দাবি জরুরি হয়ে পড়েছে।
পূর্ববর্তী বিশেষ বিসিএসের অভিজ্ঞতায় দেখা গেছে, যেমন ৩৯তম ও ৪২তম বিশেষ বিসিএস-এও প্রাথমিক ঘোষিত পদের বাইরে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।
স্বাস্থ্যখাতে শূন্যপদ ও বাস্তবতা
বর্তমানে বাংলাদেশে ৯ম গ্রেডে প্রায় ১০,০০০ চিকিৎসক পদ শূন্য রয়েছে।
একইসঙ্গে উপ-জেলা হাসপাতাল, সদর হাসপাতাল এবং জেলা হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং মেডিকেল কলেজ হাসপাতালসমূহে নতুন বিভাগ খোলার ফলে চিকিৎসক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
চিকিৎসক ফোরামের দাবি
৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম বলছে—
“যদি শূন্যপদ পূরণে দ্রুত উদ্যোগ নেওয়া না হয়, তবে সরকারের স্বাস্থ্য সংস্কার কার্যক্রম থমকে যাবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা বিপর্যস্ত হয়ে পড়বে। তাই অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে ৪৮তম বিশেষ বিসিএসে ঘোষিত পদের সঙ্গে অতিরিক্ত ২০০০ চিকিৎসক নিয়োগ এখন সময়ের দাবি।”
প্রেক্ষাপট
বাংলাদেশ স্বাস্থ্য সংস্কার কমিশন ইতিমধ্যে সুপারিশ করেছে, উপজেলা ও জেলা পর্যায়ে চিকিৎসক সংকট পূরণ ছাড়া টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও স্বীকার করছেন, চিকিৎসক নিয়োগে ঘাটতি থেকে গেলে নতুন স্বাস্থ্য কাঠামো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না।
সারসংক্ষেপ:
৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ সংকট ও পুনরাবৃত্ত প্রার্থীদের কারণে শূন্যপদ পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। স্বাস্থ্যসেবা সচল রাখতে অন্তত অতিরিক্ত ২০০০ চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh