× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব ছিল সরকারের: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে দলটি। যার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ডেকেছেন দলের নেতাকর্মীরা।

এদিন দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় দায়িত্ব ছিল সরকারের জানিয়ে এনসিপির এই আহ্বায়ক বলেন, এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

নাহিদ বলেছেন, সরকার তাদের এই সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেখানে তারা ব্যর্থ হয়েছে। 

তিনি আরও বলেন, দ্বিতীয়ত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানান তৎপরতা দেশে এবং বিদেশে করছে। দেশকে অস্থিতিশীল করা, গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং শহীদ পরিবার ও আহতদের লক্ষ্য করে তাদের আক্রমণ, সাইবার জগতে তাদের নিয়ে নেতিবাচক এবং প্রোপাগান্ডা ছড়ানো। এই সকল কিছুই যে চলমান রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে কালকের এই ঘটনাকে দেখতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.