× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

তালুকদার রাসেল

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮ পিএম

মিরপুরের ছিন্নমূল বণিক সমবায় মার্কেটের নির্বাচিত কমিটির বিরুদ্ধে অর্থ ও সম্পদ আত্মসাতকারীদের মিথ্যাচারের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হলো ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেড। ২০২৪ সালের ২৮ এপ্রিল প্রতিষ্ঠানটির ৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির প্রথম সভা। তবে ২০২৫ সালের ২৭ এপ্রিল কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এ অবস্থায় সমবায় আইন অনুযায়ী জেলা সমবায় কার্যালয়ের কাছে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগের আবেদন জানানো হয়। পরে জেলা সমবায় অফিস আইন উদ্দীনকে সভাপতি ও কার্যালয়ের এক পরিদর্শকসহ ছয় সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী কমিটি গঠন করে এবং ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়। আদালতও সেই নির্দেশ বহাল রাখেন।

হাফিজুর রহমান জানান, সমিতি নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে। এর মধ্যে ছিল ভোটার তালিকা প্রণয়ন, সাধারণ সভা, মনোনয়নপত্র বিতরণ ও বাছাইসহ সব কার্যক্রম। কিন্তু নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় কিছু বহিষ্কৃত ও অযোগ্য ব্যক্তি অংশ নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, সমিতির অর্থ ও সম্পদ আত্মসাৎকারীরা নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা বিভিন্নভাবে নির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আবদুল মালেক মাদবর, সহ-সভাপতি মো. ইসহাক জোমাদ্দার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন রনি, কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আয়েশা বেগমসহ অন্যান্য সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.