× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নির্বাচনের সময় মাঠে থাকবে প্রায় ১ লাখ সেনা সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০১ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি খুবই ভালো। তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা তাদের সংখ্যাও বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন মাঠে ৩০ হাজারের মতো সেনাবাহিনীর সদস্য আছে। নির্বাচনের সময় প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য থাকবে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ও র‌্যাব থাকবে। সর্বপরি প্রশাসন আছে। 

তিনি বলেন, তবে নির্বাচন শুধু তো আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করবে না। এটা জনগণের ওপর নির্ভর করবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যবে, তখন তাদের আর কেউ আটকাতে পারবে না। তার পরে হলো রাজনৈতিক দলগুলো। তাদের মধ্যে মতঐক্য তৈরি হলে নির্বাচন করতে খুবই সুবিধা হয়।  

তিনি বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সফলতা অনেক। তবে এখনো কিছু অস্ত্র উদ্ধার হয়নি। চট্টগ্রাম অঞ্চলে একটু বেশি। ইলেকশনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। 

আসন্ন দুর্গা পূজায় আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। কোনো জায়গায় কোনো ধনের সমস্যা নেই। এটার পবিত্রতা যাতে রক্ষা পায়, সেটা ঠিক রাখতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.