× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ‘মানাসলু’ জয় করলেন তৌফিক আহমেদ

ডেস্ক রিপোর্ট।

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করলেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। তিনি পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মানাসলু’ জয় করেছেন। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ৮ হাজার ১৬৩ মিটার (২৬ হাজার ৭৮১ ফুট) উচ্চতার এই পর্বত চূড়ায় আরোহণ করে তিনি সেখানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান।

এই দুঃসাহসিক অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান শামীম তমালের সফলভাবে চূড়া জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর বিশ্বের অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে তিনি যাত্রা শুরু করেন। অভিযাত্রার পূর্বে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার তার হাতে জাতীয় পতাকা তুলে দেন।

দীর্ঘ ১৪ বছর ধরে দেশ-বিদেশে ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত তৌফিক আহমেদ তমাল। তিনি ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন।

মানাসলু জয়ের আগে তার উল্লেখযোগ্য পর্বতারোহণগুলোর মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয় এবং প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬ হাজার ৫১২ মিটার) জয়। এছাড়া, গত বছর তিনি বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬ হাজার ৮১৪ মিটার) সফলভাবে জয় করেন।

উল্লেখ্য, পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত এই মানাসলু পর্বত বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ হলেও এটি বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। ১৯৫৬ সালের ৯ মে তোশিও ইমানিশি ও গ্যালজেন নরবু প্রথম এই পর্বত জয় করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.