× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের পূর্ণ প্রস্তুতি আছে: উপদেষ্টা ফরিদা

ডেস্ক রিপোর্ট।

২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং নির্বাচন নিয়ে বাইরের কোনো মন্তব্যে সরকারের কোনো বক্তব্য নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) ‘বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২৪-২৫) পর্যালোচনা এবং পরিকল্পনা প্রণয়ন (২০২৫-২৬)’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএফআরআই-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে উপদেষ্টা ফরিদা আখতার দেশের মূল্যবান মৎস্য সম্পদ রক্ষার্থে কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেন।

তিনি বলেন, সমুদ্র ও উপকূলে কারেন্ট জাল, ট্রল ডোর এবং সোনার সিস্টেমের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে মাছের অতি আহরণ ঘটছে, যা দেশের মৎস্য সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় বিধিবদ্ধ পদক্ষেপ গ্রহণ করবে।

উপদেষ্টা আরও জানান, একসময় বাংলাদেশে ৬০ শতাংশ মাছ মুক্ত জলাশয়ে পাওয়া যেত এবং বাকিটা চাষ হতো। কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টে গেছে। এখন ৪০ শতাংশ মাছ মুক্ত জলাশয়ে এবং ৬০ শতাংশ মাছ বদ্ধ জলাশয়ে চাষ হচ্ছে।

উন্মুক্ত জলাশয়ে মাছ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পানি দূষণ, জলাশয় ভরাট এবং অনিয়ন্ত্রিত পর্যটনের ফলে মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।

বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম সরদার। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.