জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন সংক্রান্ত একটি ভুয়া তালিকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল ফেসবুকে একটি ভুয়া প্রার্থী তালিকা পোস্ট করেছে। তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। এটি বিএনপির দফতর থেকে পাঠানো হয়নি এবং এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।”
রিজভী আহ্বান জানান, “বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে এই ভুয়া তালিকা নিয়ে কোনো বিভ্রান্তিতে না পড়ার জন্য অনুরোধ করছি। এরকম অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে বিভ্রান্ত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।”
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা তালিকা দলীয় দফতর থেকে গণমাধ্যমে পাঠানো না হলে তা বিশ্বাসযোগ্য নয়। দলের পক্ষ থেকে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্ত যথাযথভাবে দলীয় চ্যানেল ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।