× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানা গেল কয়দিন থাকবে শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব

ডেস্ক রিপোর্ট।

০১ অক্টোবর ২০২৫, ১৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

দেশের ওপর শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব আগামী ৫ অক্টোবর পর্যন্ত থাকতে পারে। এতে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংস্থাটির তথ্যমতে, চলতি বছরের এটি ১৩তম বৃষ্টিবলয় এবং মৌসুমি বৃষ্টিবলয়গুলোর মধ্যে নবম। এবারের বৃষ্টিবলয় দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ঢাকা বিভাগেও এর প্রভাব সক্রিয় থাকবে, তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। 

বিডব্লিউওটি জানায়, এ সময় রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বৃদ্ধি পেয়ে তীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। অনেক স্থানে জলাবদ্ধতাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর রাতে দেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করেছে এবং ৬ অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। পুরো সময়জুড়ে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.