টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযানে অপহৃত নারী-শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
নৌবাহিনী জানায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে অপহরণ ও মানবপাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস কমান্ডো দল ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী চক্র পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে তাদের মধ্যে দুজনকে আটক করা হয়।
পরে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, ৮ জন রোহিঙ্গা শিশু ও ২ জন বাঙালি পুরুষ।
উদ্ধারকৃতদের বরাতে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ে আটকে রাখত। কারও কারও পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হতো, আবার বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হতো।
নৌবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটক দুই পাচারকারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে, ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে মোট ১৩৪ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। তারা জানিয়েছে, মানবপাচার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।