× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোমবার ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

০৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৮ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ দফা পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি দুই দিনের সফরে আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছাবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পেতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন হবে। পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করা হবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এ ছাড়া ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হতে পারেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.