সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলা করেছে চাঁদাবাজরা।
শনিবার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ঘটনাস্থল থেকে ফেরার পথে দেখতে পান আরশীনগর মোড়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে টাকা তোলা হচ্ছে। এ সময় দুজনকে হাতেনাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারীসহ তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, সিএনজিচালিত অটোরিকশা থেকে টাকা তুলছিল কয়েকজন। তখন সদর সার্কেলের এএসপি আনোয়ার হোসেন তাদেরকে বলেন- ‘আপনারা এভাবে সিএনজি থেকে টাকা তুলতেছেন কেন, এটা নিয়ম না।’ পরে দুইজনকে জিজ্ঞাসা করার জন্য সাইডে নিলে তখন যারা সিএনজি থেকে টাকা তুলছিল তাদের লোকজন হামলা চালিয়ে দুইজনকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ সুপার আরও বলেন, মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন আনোয়ার। এডিশনাল এসপিকে দিয়ে একটি টিম গঠন করেছি। যদি এ ঘটনায় কারও ব্যর্থতা থাকে তাহলে ব্যবস্থা নেব। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটার বিষয় আইনগত ব্যবস্থা নেব।