× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচ বছর পর পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ-তুরস্ক

ডেস্ক রিপোর্ট।

০৭ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর অবশেষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। এটি দুই দেশের মধ্যে চতুর্থ দফার বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এবারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) দুই দেশের মধ্যে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে গুরুত্ব পেতে পারে ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিব পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই দেশের সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠক শেষে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.