বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ২৬ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী এ তথ্য জানান।
আইএসপিআর জানায়, ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ সমুদ্রে আটকা পড়ে। এতে ট্রলারে থাকা ২৬ জন জেলে পাঁচদিন ধরে খাবার ও পানির সংকটে পড়েন।
খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।
পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা জেলেদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন। বর্তমানে তারা সুস্থ আছেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
নৌবাহিনী জানায়, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও জাহাজ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি তারা নিয়মিতভাবে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।