× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট।

০৯ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর চানখাঁরপুলে ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই সাক্ষ্যগ্রহণ হবে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। আসিফ মাহমুদ সজীব ছিলেন- জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তিনি আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালে নিজের জবানবন্দি প্রদান করবেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

এর আগে একই মামলায় সাক্ষ্য দিয়েছেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম, যিনি শেখ হাসিনার মামলাতেও সাক্ষ্য প্রদান করেছিলেন।

এই মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন— ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ আরও দুইজন—বর্তমানে পলাতক।

এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হবে শাহবাগ থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে।

এই মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০২৫ সালের ১১ এপ্রিল প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চানখাঁরপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণভাবে চলা জুলাই আন্দোলনের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যা করেন অভিযুক্তরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.