× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ

ডেস্ক রিপোর্ট।

১২ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম

ছবি: সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ এই ঐতিহাসিক মামলার বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হতেই প্রথমে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক পেশ করবেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তবে, আসামিদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ঐতিহাসিক এই মামলায় মোট ২৮ কার্যদিবসে জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী, তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৫৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যদাতাদের মধ্যে ছিলেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান এবং শহীদ আবু সাঈদের বাবা।

সাক্ষ্য প্রদানকালে প্রত্যেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.