× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য 'সামাজিক ব্যবসা তহবিল' গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।

১৩ অক্টোবর ২০২৫, ১৩:১২ পিএম

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর, ইতালির রোমে চলমান ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এর আগের দিন, অর্থাৎ রোববার (১২ অক্টোবর) তিনি আইএফডি প্রেসিডেন্ট আলভারো লারিও-এর সঙ্গে বৈঠককালে এই তহবিল গঠনের প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই ধরনের তহবিল কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশের কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনাসমূহ নিয়েও আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, আম ও কাঁঠাল রপ্তানির সম্প্রসারণ, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা।

জবাবে, আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, 'ওয়ার্ল্ড ফুড ফোরাম'-এর বৈঠকে যোগ দিতে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এবারের এই আন্তর্জাতিক ইভেন্ট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.