× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।

১৬ অক্টোবর ২০২৫, ১৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত।

ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বৃহস্প‌তিবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসে সার্জিও গোরের অফিসে সাক্ষাৎ ক‌রেন লুৎফে সিদ্দিকী। তিনি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে এক পো‌স্টে এই তথ‌্য জানান।

লুৎফে সিদ্দিকী লি‌খে‌ছেন, আজ হোয়াইট হাউসে সার্জিও গোর তার অফি‌সে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানি‌য়ে‌ছে। আমি সার্জিও গোরের প্রতি কৃতজ্ঞ। গোর মা‌র্কিন প্রেসি‌ডে‌ন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক দূত ছাড়াও সম্প্রতি ভার‌তে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।

গো‌রের স‌ঙ্গে আলোচনার বিষয়ে লুৎ‌ফে লিখেছেন, আমরা বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার বি‌শেষ করে শ্রম, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচনসহ অনেক বিষ‌য়ে বিস্তৃত আলোচনা ক‌রে‌ছি।

তি‌নি লিখেছেন, আমরা বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের সরাসরি চ্যানেল বজায় রাখার মূল্য পর্যবেক্ষণ করেছি। আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে তার বক্তব্যের জন্য আমি রাষ্ট্রদূত গোরকে ধন্যবাদ জানাই এবং যথাসময়ে ঢাকায় তাকে স্বাগত জানাতে আগ্রহী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.