× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কারাগার শুধু শাস্তির নয়, এখানে সংশোধনও হয় : ডিআইজি প্রিজনস

ডেস্ক রিপোর্ট।

১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন বলেছেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এখানে সংশোধন ও পুনর্বাসন হয়। বন্দিদের মানবিক দৃষ্টিতে দেখে তাদের পুনরায় সমাজে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। কারা কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারির মাধ্যমেই কারা ব্যবস্থাকে আধুনিক ও মানবিক করে গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ‘যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তারাই কারা প্রশাসনের মুখ উজ্জ্বল করছেন।’

রবিবার (১৯ অক্টোবর) হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা কারাগার আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান। তিনি বলেন, জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। কারা প্রশাসনের উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।

আমরা চাই, কারাগার হবে শুদ্ধাচার, শৃঙ্খলা ও মানবিকতার অনুশীলনক্ষেত্র। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি প্রিজনস নাহিদা পারভীন, সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইনুদ্দিন ভূঁইয়া, মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার তরিকুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশাস্ত কুমার বনিক, হবিগঞ্জের জেলার মো. বিলাল উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানের পূর্বে বিভাগীয় কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেনকে হবিগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ কর্মদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পরে বন্দিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.