× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

ডেস্ক রিপোর্ট।

২০ অক্টোবর ২০২৫, ১৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’; যা দেশের প্রায় সব অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত ঘটাতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।

আজ সোমবার (২০ অক্টোবর) বিডব্লিউওটি এক সতর্কবার্তায় জানিয়েছে, ‘আঁখি’ একটি ক্রান্তীয় ও পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়, যা আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটির ভাষ্য অনুযায়ী, এটি এতটাই বিস্তৃত ও শক্তিশালী যে দেশের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার নিকটবর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আগামী সপ্তাহজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়বে বলেও পূর্বাভাসে জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.