× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সঙ্গে কেবল একটি চুক্তি বাতিল, ভাইরাল তালিকা সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২১ অক্টোবর ২০২৫, ১৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিসমূহ নিয়ে আলোচনার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত কেবল একটি চুক্তি বাতিল করা হয়েছে। বাকি কয়েকটি চুক্তি নিয়ে পর্যালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চুক্তি বাতিলের তালিকাটি সঠিক নয় বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। তার ভাষায়, চুক্তি বাতিলের যে তালিকা ভাইরাল হয়েছে, তা অনেকটাই ভ্রান্ত। ওই তালিকার বেশিরভাগ চুক্তির অস্তিত্বই নেই। শুধু একটি চুক্তি বাতিল করা হয়েছে, বাকিগুলো এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

তিনি জানান, কিছু প্রকল্প বাতিল হচ্ছে না, বরং পুঃবিবেচনা বা নবায়নের আলোচনাও চলছে। ফেনী নদীর পানি সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) থাকলেও সেটিকে পূর্ণাঙ্গ চুক্তি বলা যাবে না। তিনি বলেন, ৮ আগস্ট সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছে। আদানি প্রকল্পের ক্ষেত্রেও এখনো পর্যালোচনা চলছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো প্রকল্পে যদি দেখা যায় যে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা হচ্ছে না, তখনই তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। বাস্তবতা বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, কোন প্রকল্প কার্যকর হবে আর কোনটি নয়।

ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ এখনো ঢাকার চিঠির জবাব দেয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু দিল্লি থেকে এখনো কোনো জবাব আসেনি।

এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সুপারিশ নিয়েও কথা বলেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচসহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নির্বিচারে গ্রেফতার বন্ধ ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তবে এসব দাবি সরকারের পক্ষে পূরণ করা সবসময় সম্ভব হয় না।

প্রধান উপদেষ্টার কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পাঠানো চিঠি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবারই উচিত নিজের দায়িত্ব পালন করা। সরকারকে অনেক বিষয় বিবেচনা করে কাজ করতে হয়।

এ সময় সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশ-ভারত সম্পর্কের পরবর্তী ধাপে নতুন কোনো বৈঠকের পরিকল্পনা আছে কি না। উত্তরে উপদেষ্টা বলেন, যখন প্রয়োজন বোধ হবে বা কোনো ইস্যু তৈরি হবে, তখন আলোচনার জন্য বৈঠক আয়োজন করা যেতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.