আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে কমিশন কারও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে নির্বাচন সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আইনের শাসন চাই। আমরা চাই, সর্বস্তরে আমরা সবাই আইন মেনে চলবো। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং আইনকে প্রতিষ্ঠিত করবো। সর্বক্ষেত্রে আমার গন্ডির মধ্যে যে কাজ থাকবে, সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করবো। আমরা চাইবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের (ইউএনও) দায়িত্ব পালন করবেন।’
সিইসি বলেন, ‘নির্বাচনের সময় সমন্বয়টা খুবই জরুরি। উপজেলা নির্বাহী অফিসারদের সার্বিক সমন্বয়টি সিরিয়াসলি করতে হবে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এর সামাধান দিতে হবে। কেন্দ্র ও বাক্স দখল করে বাড়ি যাওয়ার পর আপনি ঘটনাস্থলে গেছেন—এমন যেন না হয়। আপনারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।’
তিনি বলেন, ‘আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেবো। নির্বাচন কমিশনও কারও অন্যায় চাপের কাছে নিত স্বীকার কার করবে না। আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ বা হুকুম দেব না। এটা আপনারা ধরে রাখতে পারেন।’