× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যমুনায় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা

ডেস্ক রিপোর্ট।

২৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে আনুষ্ঠানিকভাবে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুর ১২টায় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা। এদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে এই সুপারিশ পেশ করা হবে।

এর আগে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত সব ডকুমেন্ট, ভিডিও, অডিও ও ছবিসহ পুরো প্রক্রিয়া সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্য দিকে কমিশন সদস্যরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান। প্রথম ধাপে বিএনপি-জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করে। দুই দিন পর গণফোরামও সনদে যোগ দেয়। যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ কয়েকটি বাম দল এখনো এতে স্বাক্ষর করেনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.