অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন (পোস্টিং) শুরু হবে।
তবে এবারকার নির্বাচনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস সচিব নিশ্চিত করেছেন যে, গত ৩টি নির্বাচনে দায়িত্ব পালন করা কোনো কর্মকর্তাকেই এবারের নির্বাচনে রাখা হবে না। এর উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।