× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু

ডেস্ক রিপোর্ট।

২৯ অক্টোবর ২০২৫, ১৯:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ।

এই মানবিক উদ্যোগটি মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়েল কমিশনের তত্ত্বাবধানে ‘উদহিয়াহ’ প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এটি বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম দেশগুলোতে রাজকীয় সৌদি সরকারের দাতব্য কাজের ধারাবাহিকতার অংশ।

‘উদহিয়াহ’-এর মাধ্যমে সৌদি সরকারের দাতব্য কার্যক্রম এবং নিয়মিত বাস্তবায়িত মানবিক ও ত্রাণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশে ৪০ হাজার কোরবানির পশু বিতরণ করা হয় এবং এসব মাংসের পরিমাণ ৩৭২ টন। দেশের ৬৪ জেলার দরিদ্রদের মধ্যে বিতরণ করতে ইতোমধ্যে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

‘উদহিয়াহ’ প্রকল্পের মাধ্যমে সৌদি সরকার নিয়মিতভাবে মানবিক ও ত্রাণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রশিদ (প্রশাসন), দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উপসচিব মো. জাহাঙ্গীর আলী খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়ার পরিচালক মো. মোস্তফা জামিল খান, কোরবানির মাংস বিতরণ প্রকল্প ‘উদহিয়াহ’-এর প্রতিনিধি আহমেদ আল-জাহরানি এবং উপরাষ্ট্রদূত ইব্রাহিম আল-আহমারি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.