× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভিসা আবেদনকারীদের জন্য জার্মান দূতাবাসের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট।

৩০ অক্টোবর ২০২৫, ১৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের প্রতারণামূলক কার্যক্রম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের জার্মান দূতাবাসের প্রতিনিধি পরিচয়ে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাই প্রেরকের ইমেইল ঠিকানা যাচাই করে তবেই কোনো তথ্য পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, “কোনো তথ্য পাঠানোর আগে অনুগ্রহ করে ইমেইল ঠিকানাটি ভালোভাবে যাচাই করুন। যদি নিশ্চিত না হন যে ইমেইলটি সত্যিই দূতাবাস বা কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে এসেছে, তাহলে দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে যোগাযোগ করুন।”

দূতাবাস আরও জানিয়েছে, কনস্যুলার সার্ভিস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে নতুন বার্তা এসেছে কিনা তা জানানো হয়। তবে, ভিসা আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কখনোই ইমেইলের মাধ্যমে পাঠানো হয় না।

এর আগে, জার্মান দূতাবাস আবেদনকারীদের প্রতারক এজেন্টদের বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানায়। ভিসা সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য দূতাবাসের ওয়েবসাইট বা তাদের অফিসিয়াল সেবা প্রদানকারী ভিএফএস গ্লোবাল-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.