× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩১ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির বৈঠক চলছে

ডেস্ক রিপোর্ট।

৩০ অক্টোবর ২০২৫, ১৮:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক এবং চেয়ারম্যানদের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বসেছে কমিশন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়।

জানা গেছে, আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রমের প্রস্তাবনা প্রস্তুতের বিষয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রয়েছে, তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা। ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ। ভোট গণণার বিবরণী ভোটকেন্দ্র থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ইসিতে প্রেরণ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ ইত্যাদি।

সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.