অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন না করে বরং হাসিনার পথে হাঁটছে। এমন অভিযোগ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় কাদের গনি চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে ৩৯টি দাবি পেশ করেন।
সেই সঙ্গে নো ওয়েজ বোর্ড নো মিডিয়া, টেলিভিশন-রেডিও-মাল্টিমিডিয়ার জন্য ওয়েজ বোর্ড গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন কাদের গনি চৌধুরী।