× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪ জনকে আটকে পুলিশে দিলেন যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট।

০১ নভেম্বর ২০২৫, ১৪:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

শনিবার (১ নভেম্বর) রাত প্রায় ১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকার সামনে মশাল মিছিল বের করলে এই ঘটনা ঘটে। পরে একটি পিকআপভ্যানসহ চারজনকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

মশিউর রহমান রনি জানান, শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয়স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন টাঙানোর কাজ তদারক করতে আমি লিংক রোড এলাকায় যাই। ঠিক সেই সময় পাসপোর্ট অফিসের পেছন দিক থেকে একটি মশাল মিছিল এগিয়ে আসে। সন্দেহজনক মনে হওয়ায় আমি ও আমার সঙ্গীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করে।

রনি বলেন, ‘আমরা প্রথমে দুইজনকে সাইনবোর্ড এলাকায় ধরতে পারি। এরপর তাদের সঙ্গে থাকা একটি পিকআপ দ্রুত পালাতে চায়। আমরা মোটরসাইকেলে তাদের পিছু নিয়ে পঞ্চবটি এলাকায় গিয়ে বাকি দুইজনকেসহ মোট চারজনকে আটক করি।’

আটককৃতদের মধ্যে কারো পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও তাদের সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘চারজন ছাত্রলীগ কর্মীকে যুবদল নেতা রনি থানায় সোপর্দ করেছেন। তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ছবি সংবলিত ব্যানার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.