ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) লালমনিরহাট শহরের জেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী যাচাই বাছাই করছে। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যারাই নির্বাচিত হবে আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবো। ফলে আমাদের দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এমন এক পরিস্থিতিতে আমরা দায়িত্ব গ্রহণ করছি দেশে কোনো আইনশৃঙ্খলা ছিল না। মাত্র ২০ বিলিয়ন মার্কিন ডলার রিজাবে ছিল তা এখন ৩০ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে।
কিন্তু সমস্ত দাবি-দাওয়া আমাদের কে পূরণ করে দিতে হবে এমন মানসিকতা তৈরি হয়েছে। অতীতে কেউ সরকার প্রধানের বাসায় মিছিল মিটিং নিয়ে যাওয়ার প্রমাণ নেই।
এ সময় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপি,জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ধর্মালম্বী মানুষজন এতে অংশগ্রহণ করেন।