× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

০২ নভেম্বর ২০২৫, ১৬:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ধর্ম মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

ড. জাকির নায়েককে বাংলাদেশে আনতে একটি প্রতিনিধিদল তার সঙ্গে দেখা করেছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আমি ওনাদের বলেছি, এটা আমার বিষয় নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন।

তার কাছে যখন জানতে চাওয়া হয়, তিনি ব্যক্তিগতভাবে জাকির নায়েকের আসার পক্ষে কি না, জবাবে তিনি বলেন, না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনারা যদি পারমিট করেন, তবে উনি আসবেন।

তিনি বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকেন। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.