× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট।

০৪ নভেম্বর ২০২৫, ১৪:৩১ পিএম

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকটে পাশে থাকার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

সোমবার রাজধানীর ঢাকায় তুরস্কের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কৃতজ্ঞতা জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মেহমেত আকিফ ইয়িলমাজ। তিনি তুরস্ক-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন।

সাক্ষাতের আগে, দক্ষিণ-পূর্ব কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন তারা এবং তুর্কি প্রতিষ্ঠান ও এনজিওর মানবিক কার্যক্রমসহ একটি তুর্কি ফিল্ড হাসপাতালের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অধিকাংশই মিয়ানমারে সামরিক অভিযানের পর পালিয়ে এসেছে বাংলাদেশে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম মানবিক সংকট। এই মানুষরা কেবল মুসলিম হওয়ার কারণে কষ্টভোগ করছে, এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’

সাক্ষাতকালে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং মানবিক উদ্যোগে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই দায়িত্ব গ্রহণের পর থেকে আমি তুরস্কের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও গভীর করার দিকে মনোযোগ দিয়েছি।’

মানবিক ও উন্নয়নমূলক সহযোগিতায় বাংলাদেশের প্রতি অবিচলিত সহায়তা ও ঐক্যের জন্য তিনি তুরেস্কের প্রেসিডেন্ট ও তার স্ত্রীর প্রশংসা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.