× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

ডেস্ক রিপোর্ট।

০৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

ছবি: সংগৃহীত।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের অষ্টম দিনের শুনানি চলছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়।

বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। এরপর শুনানি করবে রাষ্ট্রপক্ষ।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সপ্তম দিনের শুনানিতে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে প্রতারণা করা হয়েছে। তার দাবি, “দেশি-বিদেশি যে কোনো আদালতে এই রায় বাতিল হয়ে যাবে।”

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এ সময় আপিলের অনুমতিও দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল করেন।

উল্লেখ্য, ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.