× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

ডেস্ক রিপোর্ট।

০৬ নভেম্বর ২০২৫, ২০:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে পরিত্যাক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর ধারে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদিতে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।

পরে ঈশ্বরদীর চারটি ফায়ার সার্ভিস স্টেশনের ৮টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবর পেয়েই পার্শ্ববর্তী রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহমেদ ভূঁইয়া বলেন, রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের ময়লার স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মকর্তারা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সাভিসের আটটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইড ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, পরিত্যক্ত কাঠের স্তুপে সামান্য আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম। এটি সামান্য একটি ঘটনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.