× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট।

১০ নভেম্বর ২০২৫, ১৯:০১ পিএম

ছবি: সংগৃহীত।

দায়িত্ব পালনকালে ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এটি মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার সতর্ক নজরদারি ও দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এর ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও জনসাধারণের নিরাপত্তা প্রদানে সক্ষম হচ্ছে না।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিশ্ছিদ্র নিরপত্তা নিশ্চিতে মোবাইল ব্যবহারের ওপর এমন নির্দেশনা দিয়ে ডিএমপি বলেছে, ইনচার্জ ছাড়া কেউ মোবাইল ব্যবহার করলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.