আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) সিস্টেমের অংশ হিসেবে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপটি আগামী ১৮ নভেম্বর উন্মুক্ত করা হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এই অ্যাপটির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটদানের সুবিধা নিশ্চিত করছে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পোস্টাল ব্যালটের পরিকল্পনা প্রণয়ন কমিটির সভার কার্যবিবরণী প্রকাশ করে ইসি। গত ৬ নভেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ইসি জানায়, এই নতুন ব্যবস্থার অধীনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আরও কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভোটাররা নির্ধারিত প্রক্রিয়ায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন/নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। সরকারি কর্মকর্তা/কর্মচারীরা, পোলিং অফিসাররা এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানের বিস্তারিত কর্মপরিকল্পনা সভায় গৃহীত হয়েছে। আগামী ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের অ্যাপ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে উদ্বোধন করা হবে। প্রবাসীদের অংশগ্রহণের সুবিধার্থেই এই সময় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনের অনুষ্ঠানে বিদেশে অবস্থিত সব দূতাবাস ও মিশন প্রধান/প্রতিনিধি, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করা সংগঠনসমূহের প্রতিনিধি, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা, নির্বাচন কমিশনের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এবং সিনিয়র/জেলা নির্বাচন অফিসারা উপস্থিত। প্রধান নির্বাচন কমিশনার মোবাইল অ্যাপটি উন্মুক্ত করবেন।