× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, করবে কমিশন: সিইসি

ডেস্ক রিপোর্ট।

১৭ নভেম্বর ২০২৫, ১৩:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, নির্বাচন কমিশন তা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীতে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপের শুরুতে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার, করবে ইসি। রাজনৈতিক দল না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই রাজনৈতিক দলগুলোকে আচরনবিধি মেনে চলতে হবে।’

কালো টাকা, পেশিশক্তি ও অস্ত্র নিয়ন্ত্রণ করে ভোট করতে পারলে জাতি এই ইসিকে মনে রাখবে বলে মন্তব্য করে রাজনৈতিক দলগুলো। তাদের অভিযোগ, আচরণবিধি মানে না বড় ২ দল। কিন্তু এর জন্য তাদের প্রার্থিতা বাতিল হয় না কখনো। তাহলে সুষ্ঠু নির্বাচন কি করে হবে? 

তৃতীয় দিনের মতো আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রতিনিধিরা অংশ নিয়েছেন। বিকেলে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পাটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.