নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জে জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান।
উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে সভা-সমাবেশ বাড়বে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলের মধ্য দ্বন্দ্ব হবে। তবে, জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে। ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি বলেন, বিল্ডিং কোড মানতে হবে সবাইকে, না হলে ভবিষ্যতে আরও খারাপ হওয়ার শঙ্কা আছে। জলাশয় ভরাট করে ফেলা হয়েছে, দাঁড়ানোর জন্য সেভাবে মাঠও নেই। রাজউককে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। ভূমিকম্প সতর্কতার ক্ষেত্রে আর্লি ওয়ার্নিং অ্যাপ চালুর বিষয়টি ভাবছে সরকার।