গায়ে কোট-স্যুট; চলনেও গাম্ভীর্য। সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয়ে উঠেন যশোর সার্কিট হাউসে। শুধু একবার নয়; গত তিন মাসে একে একে তিনবার বিভিন্ন পরিচয়ে সার্কিট হাউসে উঠে সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন তিনি।
তবে শেষ পর্যন্ত আব্দুস সালাম (৬৭) নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রতারণার অভিযোগে আব্দুস সালাম (৬৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত তিন মাসে তিনবার সার্কিট হাউসে উঠে নিজেকে কখনও রংপুরের জেলা প্রশাসক, কখনও বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিতেন। সার্কিট হাউজে এসে তিনি সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতেন। অথচ এর আগে তিনি একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন।
আব্দুস সালামকে আটকের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।
অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার গণমাধ্যমকে বলেন, আব্দুস সালাম কয়েক বছর ধরে অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে আসছিলেন। বিষয়টি বুঝতে পেরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সার্কিট হাউসে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আব্দুস সালাম তার অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।