× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ।

২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়গুলোতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। কেউ যাতে কোনো গণ্ডগোল করতে না পারে, সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করে দেওয়ার জন্য। তাই প্রত্যেক দলগুলোর কাজ হচ্ছে মানুষকে ভোটদানে উৎসাহিত করা। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিন।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর থেকে দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাতে মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, ৩০ বছরের নিচে বা তার আশেপাশের বিপুলসংখ্যক যুবক ভোটার রয়েছে, তারাও ভোট প্রয়োগ করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের সময়ে একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, বাংলাদেশে বিশেষ পরিস্থিতির মধ্যে ২০২৪ সালের আগস্ট মাসে একটি বৈপ্লবিক পরিবর্তন আসে। সেই আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে। যে পরিবর্তনের উদ্দেশ্যে তারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষাগুলোর সমন্বয় করে আমরা একটি ছোট তালিকা করেছি। পুরোপুরি শতভাগ যে করতে পেরেছি তা নয়, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব নিয়ে আসার। সেটা প্রথমবারের মতো জনগণের কাছে তুলে ধরা হবে। গণভোটের মাধ্যমে আপনারা মতামত প্রকাশ করবেন। আমরা যে তালিকা করেছি, তাতে যদি আপনার ভালো লাগে তাহলে ‘হ্যাঁ’, আর যদি আপনার ভালো না লাগে তাহলে ‘না’ ভোট দেবেন। আপনারা কি কি পরিবর্তন চান, আর না চান এটারই বহিঃপ্রকাশ এই গণভোট।

তৌহিদ হোসেন বলেন, আপনারা যদি এই পরিবর্তন চান, তাহলে ভালো। আর যদি না চান, তাহলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে যারা আসবে তারা আপনাদের মতামতকেই গুরুত্ব দেবে, কারণ আপনাদের ভোটেই তারা নির্বাচিত হবে এবং তারাই পরবর্তীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। জনগণ তাদের ভোটের অধিকার থেকে যেন বঞ্চিত হতে না পারে সেরকম একটি পরিবেশে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে।

ভোটের গাড়ি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.