× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইসিএমএবি’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত

১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। গত ১৫ জানুয়ারি আইসিএমএবি’র কাউন্সিল সভায় নতুন অফিস বেয়ারারদের নির্বাচন সম্পন্ন হয়।


সভায় মো. কাওসার আলম এফসিএমএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আবদুল মতিন পাটওয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির উদ্দিন হায়দার এফসিএমএ নির্বাচিত হন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এছাড়া মনজুর মো. শাইফুল আজম এফসিএমএ সেক্রেটারি এবং অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হয়েছেন।


নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসি-এর পরিচালক এবং সামাজিক উন্নয়নমূলক বেসরকারি সংস্থা আর্ক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক হিসেবেও যুক্ত রয়েছেন। এর আগে তিনি আইসিএমএবি’র ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.