নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অফিস সহকারী, নিরাপত্তা রক্ষী, ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ২০ জানুয়ারি ২০২৬ “শীতবস্ত্র বিতরণ” শীর্ষক এই কর্মসূচির আওতায় এনএসইউতে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ’র প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা, যা সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণে এনএসইউ’র অঙ্গীকারকে প্রতিফলিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব এম. এ. কাশেম বলেন, “এই উদ্যোগ আমাদের সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। মুসলিম হিসেবে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে আমি গর্বিত এবং একই সঙ্গে সবাইকে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
বিশেষ অতিথি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “এনএসইউ শুধু একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করার একটি অর্থবহ পদক্ষেপ। এই মহৎ উদ্যোগে আমি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং সংশ্লিষ্ট সকল আয়োজককে ধন্যবাদ জানাই।”
এই কর্মসূচির মাধ্যমে এনএসইউ মানবিক সেবার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক সম্পৃক্ততার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা জোরদার করেছে।