জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী ভোটার সচেতনতা বৃদ্ধিতে ‘ভোটের রিকশা’ ক্যাম্পেইন শুরু করেছে সরকার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে এই প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও এক জনসচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশ বেতারের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিকদের সাথে আলাপকালে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।” তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই নির্বাচনে অংশ নেবেন। ভোটাররা গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে দেশে স্বৈরাচারী ব্যবস্থার চিরস্থায়ী সমাপ্তি ঘটাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভোটের রিকশা’ সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রমণ করবে। এর মাধ্যমে ভোটারদের সচেতন করা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব বোঝানো এবং গণভোটের ইস্যুগুলো তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের সম্পৃক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ইয়াসীন এবং যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
বক্তারা জানান, গণভোট ২০২৬-এর মাধ্যমে সংবিধানে যে সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে, সেগুলোর পক্ষে জনমত গঠনই এই প্রচারণার উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক পারফরম্যান্স পরিবেশিত হয়।